নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়তে বলল ইউক্রেন

ইউক্রেন তাদের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে নতুন করে রাশিয়া সফর না করার আবেদন জানিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করেছে, তাদের নাগরিকরা যেন রাশিয়ান ফেডারেশনের কোনো ভ্রমণ থেকে বিরত থাকে এবং যারা সেখানে আছেন তারা অবিলম্বে রাশিয়া ছেড়ে দেন।
এতে আরও বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন 'তীব্র' হলে তারা কনস্যুলার সহায়তা দিতে পারবে না।
ইউক্রেনের এই উদ্যোগ কয়েক মিলিয়ন ইউক্রেন নাগরিককে প্রভাবিত করতে পারে। কারণ তারা রাশিয়ায় বসবাস করছেন বলে অনুমান করা হচ্ছে।
Comments