রাশিয়ার জন্য ব্যাপক নিষেধাজ্ঞা অপেক্ষা করছে: বরিস জনসন

বরিস জনসন। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ক্রেমলিন ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করার পরে যুক্তরাজ্য এবং তার মিত্ররা রাশিয়ার অর্থনীতিকে বাধা দেওয়ার জন্য ব্যাপক আকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।

আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিমা দেশগুলো এই সপ্তাহের শুরুতে সীমিত আকারে নিষেধাজ্ঞা আরোপ করার পর সমন্বিত নিষেধাজ্ঞা ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।

জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বরিস জনসন বলেন, `রাশিয়ার অর্থনীতিকে বাধা দেওয়ার জন্য আজ আমরা মিত্রদের সঙ্গে একযোগে তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার একটি বৃহদাকার প্যাকেজের বিষয়ে সম্মত হব।'

`পশ্চিমাদের অবশ্যই রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নির্ভরতা বন্ধ করতে হবে, যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পশ্চিমা রাজনীতির উপর প্রভাব ফেলার ক্ষমতা দিয়েছে', যোগ করেন তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেন, `আমাদের লক্ষ্য পরিষ্কার: কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং অবশেষে সামরিকভাবে, ভ্লাদিমির পুতিনের এই জঘন্য ও বর্বর উদ্যোগ অবশ্যই ব্যর্থতা দিয়ে শেষ হবে।'

এর আগে টুইটারে বরিস জনসন এই আক্রমণকে ইউরোপের জন্য একটি `বিপর্যয়' বলে অভিহিত করে বলেন, `আমি জি ৭ নেতাদের সঙ্গেও কথা বলব।'

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, তিনি ইউক্রেনে মস্কোর পদক্ষেপের ব্যাখ্যা দিতে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছেন।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

5m ago