রাশিয়ার বিরুদ্ধে হ্যাকার দল ‘অ্যানোনিমাস’র সাইবার যুদ্ধের ঘোষণা

প্রতিকী : অ্যানোনিমাসের হ্যাকার। ছবি: রয়টার্স

হ্যাকারদের সংঘ 'অ্যানোনিমাস' রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে রাশিয়ার একাধিক সরকারি সংস্থা ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির ওয়েবসাইট অকার্যকর করার ফেলার দাবি করেছে অ্যানোনিমাস। তারা এ আক্রমণে ডিডস (ডিনায়াল অব সার্ভিস) প্রক্রিয়া ব্যবহার করেছে বলে জানিয়েছে আরটি।  

অ্যানোনিমাসের নিয়ন্ত্রণে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিছু পোস্ট দেওয়া হয়। যেখানে বলা হয়, 'আমরা এখন আনুষ্ঠানিকভাবে রুশ সরকারের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাচ্ছি'।  

আরটির প্রতিবেদনে দাবি করা হয়, এর মধ্যে রাশিয়ার দুমা (রাশিয়ার সংসদের নিম্ন কক্ষ), প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরটির ওয়েবসাইট সাইবার আক্রমনের শিকার হয়েছে। কিছু সাইট ধীরগতির হয়ে গেছে ও বাকিগুলো দিনের বিভিন্ন সময় অফলাইন দেখা গেছে।

অ্যানোনিমাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্ট থেকে টুইটার বার্তায় প্রেসিডেন্ট পুতিনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং জানানো হয়, 'আমরা ইউক্রেনের মানুষের পাশে আছি। আমরা একতাবদ্ধ। পুতিনের শাসনামলে যারা প্রাণ হারিয়েছে, তাদেরকে আমরা ভুলবো না।' 

অন্য একটি অ্যাকাউন্ট থেকে বলা হয়, 'পুতিনের অপরাধপূর্ণ শাসনব্যবস্থাকে আমাদের আক্রমণ থেকে ঘুরে দাঁড়াতে বেগ পেতে হবে।'  

অপর একটি টুইটে জানানো হয়, হ্যাকারদের প্রাথমিক লক্ষ্যবস্তু রুশ সরকার হলেও বেসরকারি খাতও এতে কিছু পরিমাণে প্রভাবিত হবে। 

উল্লেখ্য, অ্যানোনিমাসের কোন কেন্দ্রীয় নেতৃত্ব নেই। তারা বিশ্বজুড়ে সমন্বিত হয়ে কাজ করে। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে হ্যাকিংয়ের মাধ্যমে নানা বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য এ দলটির বিশেষ পরিচিতি আছে। 

'অ্যানোন' নামে পরিচিত অ্যানোনিমাসের হ্যাকাররা এর আগে মার্কিন সরকারের বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করেছিলেন।

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia return date from London

Khaleda to return home from London on May 5

BNP Chairperson Khaleda Zia will return home on Monday after her medical check-up in London.

4h ago