‘রাশিয়ার সঙ্গে হামলায় যোগ দিচ্ছে বেলারুশ’

প্রতিবেশী বেলারুশের সেনারা রাশিয়া সঙ্গে ইউক্রেন হামলায় যোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন হামলায় রাশিয়ার সঙ্গে বেলারুশ সেনাদের যোগ দেওয়ার অর্থ হচ্ছে ইউক্রেনের উত্তর দিক থেকেও দেশটির ওপর হামলা হচ্ছে।
সাধারণত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে রাশিয়ার 'অনুগত রাষ্ট্র' হিসেবে অভিহিত করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রতিবেদনে আরও বলা হয়, একদিকে রাশিয়া হামলা চালাচ্ছে ইউক্রেনের পূর্ব দিক থেকে অন্যদিকে বেলারুশ হামলা চালাচ্ছে ইউক্রেনের উত্তর দিক থেকে।
ইউক্রেনের দক্ষিণে ওডেসা অঞ্চলেও রুশ সেনা চলাচলের সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।
Comments