তেল আবিবে গুলিতে নিহত ২ আহত ১০, সন্দেহভাজন ‘ফিলিস্থিনি’ নিহত

ইসরায়েলের তেল আবিবের কেন্দ্রস্থলে সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সংবাদমাধ্যম হারেৎজের বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।
হারেৎজের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত দুজন পুরুষের বয়স যথাক্রমে ২৭ এবং ২৮। এক নারীসহ আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার পর আজ ভোরে জাফা এলাকার একটি মসজিদের কাছে পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে।
ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানায়, গতকাল তেল আবিবে সশস্ত্র হামলা চালানো ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে নিষ্ক্রিয় করা হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই বন্দুকধারী একজন ফিলিস্থিনি। তিনি পশ্চিম তীরের বাসিন্দা এবং এ ঘটনায় তিনিই একমাত্র সন্দেহভাজন।
তেল আবিবের পুলিশ কমান্ডার আমিচাই এশেদ বলেন, 'বন্দুকধারী বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে গুলি চালান এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।'
Comments