ওমিক্রন মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে বললেন ফাউসি

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। রয়টার্স ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, যুক্তরাষ্ট্রকে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করতে যে কোন কিছুর প্রস্তুত থাকতে হবে।

ফাউসি এবিসি নিউজকে বলেন, আমাদের নতুন লকডাউন বা ম্যান্ডেট প্রয়োজন কিনা তা এখনই বলা সম্ভব নয়।

তিনি বলেন, আমাদের যে কোন কিছু এবং সবকিছু করার জন্য প্রস্তুত থাকতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে এই ভ্যারিয়েন্টকে 'উদ্বেগজনক' হিসেবে চিহ্নিত করেছেন। এরপর থেকে সারা বিশ্বে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি টিকাকেও প্রতিরোধ করতে পারে। এ কারণে আশঙ্কা তৈরি হচ্ছে প্রায় দুই বছরের করোনা মহামারি আরও দীর্ঘা হতে পারে।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর ভ্যারিয়েন্টটি যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল এবং হংকংয়ে পাওয়া যাচ্ছে।

Comments

The Daily Star  | English

How Bangladesh can absorb tariff shock

New US tariffs challenge RMG sector, but global competitive edge holds

3h ago