টেক্সাসে ট্রাকের ভেতর ৪৬ অভিবাসনপ্রত্যাসীর মরদেহ, গ্রেপ্তার ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্টোনিও এলাকায় ট্রাকের ভেতর অন্তত ৪৬ অভিবাসনপ্রত্যাসীর মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া, আরও ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেক্সাসের সান অ্যান্টোনিওতে ট্রাকের ভেতর অন্তত ৪৬ অভিবাসনপ্রত্যাসীর মরদেহ পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রাখেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্টোনিও এলাকায় ট্রাকের ভেতর অন্তত ৪৬ অভিবাসনপ্রত্যাসীর মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া, আরও ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

সান অ্যান্টোনিওর পুলিশ প্রধান বিল ম্যাকমানুস গণমাধ্যমকে বলেছেন, গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি ভবন থেকে এক ব্যক্তি সাহায্যের জন্য চিৎকার করলে ঘটনাটি জানা যায়। সেই ব্যক্তি অল্প খোলা অবস্থায় ট্রাকের দরজা দিয়ে মৃতদেহ দেখেছিলেন।

রাতে সিটি কাউন্সিলর অ্যাড্রিয়ানা রোসা গার্সিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, নিহত ও আহতরা অভিবাসনপ্রত্যাশী।

সান অ্যান্টোনিওর ফায়ার সার্ভিসের প্রধান চার্লস হুড গণমাধ্যমকে জানিয়েছেন, ৪ শিশুসহ ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ট্রাকের ভেতরে গরমে অতিষ্ঠ হয়েছিলেন।

সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাকটি সান অ্যান্টোনিওর মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এক শ্রমিক ট্রাকের ভেতর থেকে কান্না শুনতে পান।

ধারণা করা হচ্ছে, ট্রাকটি প্রতিবেশী মেক্সিকো থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে টেক্সাস যাচ্ছিল।

Comments