১০ দিনের মধ্যে জিনপিংয়ের সঙ্গে কথা বলবো: বাইডেন

ছবি: রয়টার্স ফাইল ফটো

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়ে বলেছে, তাইওয়ান ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চলমান উত্তেজনার মধ্যে চলতি মাসেই জিনপিংয়ের সঙ্গে বাইডেন কথা বলতে চান।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জলবায়ু সংক্রান্ত আলোচনা শেষে ওয়াশিংটন ডিসিতে ফিরে গতকাল বাইডেন সংবাদমাধ্যমকে বলেন, 'আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবো।'

আগামী মাসে হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরিকল্পনা প্রসঙ্গে বাইডেন বলেন, 'আমি মনে করি, এই সময় এটা ঠিক হচ্ছে না।'

এ প্রসঙ্গে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে বলেছে, 'আমরা বাইডেনের মন্তব্য শুনেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পারস্পরিক আস্থা আছে এবং নিরবচ্ছিন্ন যোগাযোগও আছে।'

পেলোসির সফর সম্পর্কে বলা হয়, 'এ বিষয়ে আমরা সুনির্দিষ্ট তথ্য এখনো পাইনি।'

গত মঙ্গলবার বেইজিং জানায়, স্পিকার পেলোসি যদি তাইওয়ানে আসেন তাহলে 'শক্তি প্রয়োগের' মাধ্যমে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের সফর চীনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতাকে ভীষণভাবে 'অবজ্ঞা' করবে।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি মোকাবিলায় বাইডেন প্রশাসন চীনা পণ্যের ওপর শুল্ক কমিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago