ইউপিএল'র বইয়ে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়

রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রধান শাখা উদ্বোধন উপলক্ষে ১৫ দিনব্যাপী বিশেষ বইমেলা চলছে।
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রধান শাখা উদ্বোধন উপলক্ষে ১৫ দিনব্যাপী বিশেষ বইমেলা চলছে।

আগামী ১৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।  

ফার্মগেটের আরএইচ হোম সেন্টার, ৭৪/বি/১, তৃতীয় তলার ২২৪-২৩৯ নম্বর ইউনিটে আয়োজিত এ মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ে ইউপিএল'র বাছাই করা বই কেনার সুযোগ আছে। সঙ্গে আছে অন্যান্য প্রকাশনীর নির্বাচিত বই।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, অধ্যাপক ড. সাদেকা হালিম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ইউপিএল'র ব্যবস্থাপনা পরিচালক মাহ্রুখ মহিউদ্দিন।

ইউপিএল'র ব্যবস্থাপনা পরিচালক মাহ্রুখ মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মানসম্পন্ন বই প্রকাশের পাশাপাশি পাঠক-লেখক ও গবেষকদের যোগাযোগের কেন্দ্র হয়ে ওঠার লক্ষ্যে মিলনমেলা গড়ে তোলার এ উদ্যোগ। অচিরেই একটি পূর্ণাঙ্গ গ্রন্থ বিপণন কেন্দ্র ও পাঠকক্ষ গড়ে তোলার ইচ্ছা আছে আমাদের।'

Comments

The Daily Star  | English

Attack on Bernicat’s convoy: Prime accused arrested

Police today arrested the prime accused in the case filed over an attack on former US ambassador to Bangladesh Marcia Bernicat's convoy in August 2018

4h ago