অধ্যাপক হায়াৎ মামুদের ৮৩তম জন্মদিন আজ

অধ্যাপক হায়াৎ মামুদ। ছবি: সংগৃহীত

কবি, প্রাবন্ধিক ও অধ্যাপক হায়াৎ মামুদের ৮৩তম জন্মদিন আজ। ১৯৩৯ সালের আজকের এই দিনে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার ছেলেবেলা কেটেছে পশ্চিমবঙ্গে। 

মৃত্যুচিন্তা রবীন্দ্রনাথ ও অন্যান্য জটিলতা তার বিখ্যাত গ্রন্থ যা ১৯৬০-এর দশকে প্রকাশিত হয়ে সাড়া জাগিয়েছিল। তিনি রুশ ভাষা থেকে বহু গল্প বাংলায় অনুবাদ করেছেন। শিশু-কিশোরদের জন্য জীবনীগ্রন্থ রচনা ছিল তার প্রিয় বিষয়।

হায়াৎ মামুদের প্রকৃত নাম মোঃ মুনিরুজ্জামান। বাবা মুহম্মদ শমসের আলী এবং মা আমিনা খাতুনের সঙ্গে ১৯৫০ সালে তিনি ঢাকায় চলে আসেন। হায়াৎ মামুদ ঢাকার সেন্ট গ্রেগরিজ হাইস্কুল থেকে ১৯৫৬ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে তৎকালীন কায়েদে আজম কলেজ (বর্তমানে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

কর্মজীবনের শুরুতে হায়াৎ মামুদ চাকরি করেছেন বাংলা একাডেমিতে। ১৯৭৮ থেকে ২০০৪ পর্যন্ত দীর্ঘকাল তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। তার লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, রবীন্দ্রনাথ : কিশোর জীবনী, নজরুল ইসলাম : কিশোর জীবনী, প্রতিভার খেলা, নজরুল, বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়মকানুন প্রভৃতি।

সাহিত্যে বহুমুখী সৃষ্টিকর্মের জন্য তিনি পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। এর মধ্যে শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০১৬ সালে তিনি একুশে পদক লাভ করেছেন। এ ছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

Comments

The Daily Star  | English

50% of bank directors to be independent

The interim government is set to amend the Bank Company Act by reducing the board members from a single family, the BB governor tells The Daily Star

12h ago