কবি রফিক আজাদ রচনাবলি প্রকাশ হচ্ছে 'ঐতিহ্য' থেকে

ঐতিহ্য কার্যালয়ে 'কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ' এবং 'ঐতিহ্য'-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ছবি : সংগৃহীত

বাংলা কবিতার অনন্য ও স্বতন্ত্র কণ্ঠস্বর কবি রফিক আজাদ রচনাবলি প্রকাশ হচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য থেকে। এই বিষয়ে আজ সোমবার (১৮ জুলাই) সকালে পুরানা পল্টনের ঐতিহ্য কার্যালয়ে 'কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ' এবং 'ঐতিহ্য'-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। 

এই বিষয়ে ঐতিহ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, 'কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ'-এর পক্ষে কবিপত্নী অধ্যাপক দিলারা হাফিজ এবং 'ঐতিহ্য' প্রকাশনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম  চুক্তি স্বাক্ষর করেন। আগামী ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ কবি রফিক আজাদের ৮১তম জয়ন্তীতে আনুষ্ঠানিকভাবে 'রফিক আজাদ-রচনাবলি' প্রকাশিত হবে। এতে তার প্রকাশিত- অপ্রকাশিত কবিতা, গদ্য, চিঠিপত্র ইত্যাদির সন্নিবেশ ঘটবে৷

শতকের ষাটের দশকে যে ক'জন কবি তাদের সৃষ্টির অভিনবত্বে বাংলা কবিতায় স্থায়ী আসনের প্রতিশ্রুতি প্রদান করেছিলেন রফিক আজাদ তাদের অন্যতম। 'অসম্ভবের পায়ে', 'সীমাবদ্ধ জলে সীমিত সবুজে', 'চুনিয়া আমার আর্কেডিয়া', 'সশস্ত্র সুন্দর', 'মৌলভীর মন ভালো নেই'- এর মতো অবিস্মরণীয় কবিতাগ্রন্থ।

এদেশে লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম পথিকৃৎ রফিক আজাদ 'উত্তরাধিকার', 'রোববার' কিংবা 'ঘরে-বাইরে'-এর মতো পত্রিকা সম্পাদনাকালে বহু তরুণ কবি-লেখকের সাহিত্যচর্চায় প্রেরণা হিসেবে কাজ করেছেন। তার কালজয়ী পঙক্তি  ' যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের সব ভুলগুলো', 'সুন্দর সাম্পানে চড়ে মাধবী এসেই বলে যাই', 'এই সিঁড়ি পৌঁছে গেছে বঙ্গোপসাগরে' উল্লেখযোগ্য।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

5h ago