আড়ালের মানুষের ঈদ!
একজন মায়ের পরিচয় কী? তার পরিচয় কী তার পোশাক? তার ধর্ম? তার পেশা?
ফরিদপুরের রণখোলা যৌনপল্লীর ১২৫টি সন্তানের চোখে মা হচ্ছেন তাদের একমাত্র আশ্রয়, তাদের একমাত্র অভিভাবক। মা তাদের খাবার দেয়, আদর করে, শাসন করে। সারাদিন যে হাসি বিক্রি করে চলে তার পেশা, হাসি শেষে প্রকৃত মানুষটার মাতৃত্বের কান্নাও তারাই দেখে।
সমাজ যাদের চোখের আড়াল করে রাখতেই স্বচ্ছন্দ বোধ করে- তেমন কিছু মা এবং সন্তানের ঈদ উদযাপন নিয়ে স্টার মাল্টিমিডিয়ার আয়োজন।
Comments