করোনায় থমকে গেছে ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠির ভিমরুলি খাল। প্রতি বর্ষায় দেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারার হাট বসত এখানে। পেয়ারা চাষি ও ক্রেতা-পাইকারের হাঁকডাক আর কেনাবেচায় জমে ওঠতো এটি।
গত দুই বছরে করোনা মহামারি যেন মুছে দিয়েছে সেই জমজমাট চিত্র। চাষিদের আক্ষেপ— লাভ দূরের কথা, উৎপাদন খরচও ওঠছে না তাদের।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে দেশের সবচেয়ে বড় পেয়ারার হাট ও কৃষকের দুর্দশার কথা।
Comments