একের পর এক রেস জয় বাংলাদেশি আয়মান সাদাতের

চট্টগ্রামের আয়মান সাদাতের মন পড়ে থাকে রেসিং ট্র্যাকে। কিন্তু বাংলাদেশে নেই কোন রেসিং ট্র্যাক, তাই বলে থেমে যাননি তিনি, ঘরে বসেই রেসিং প্র্যাকটিস করেন কম্পিউটার সিমুলেশনে। আর এই সিমুলেশনেই প্র্যাকটিস করে তিনি ভারতে রেসিং-এ হন প্রথম, সম্প্রতি দুবাইতেও তিনি জিতে নেন দ্বিতীয় স্থানটি। আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে চট্টগ্রামের রেসার আয়মান সাদাতের গল্প।

 

Comments