জলে গেল নদী-খাল খননের ২৩ কোটি টাকা!
লালমনিরহাটে ২৩ কোটি টাকা ব্যয়ে নদী-খাল পুনঃখনন করে মাটি রাখা হয়েছিল নদী ও খালের পাড় ধরেই। মাত্র ১ বছরেই সেই মাটি আবারও সেই পানিতেই পড়ল।
জনগণের ২৩ কোটি টাকা ব্যয় করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পে তাহলে কার লাভ হলো? জনগণের কতটুকু কাজে লাগল?
লালমনিরহাটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনর্থক ২৩ কোটি টাকা ব্যয় নিয়ে আজকের স্টার নিউজ প্লাস।
Comments