ডিজিটাল জন্ম নিবন্ধনে দালালের ফাঁদ
স্কুলে ভর্তি, এসএসসি পরীক্ষা দিতে, পাসপোর্ট কিংবা বা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার মতো ১৮টি নাগরিক সুবিধার জন্য অনলাইনে জন্ম নিবন্ধন এখন বাধ্যতামূলক। তবে ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর চলবে না, লাগবে ১৭ ডিজিটের নতুন নম্বর।
কিন্তু এই নতুন নম্বর নিতে বা জন্ম নিবন্ধন সংক্রান্ত যেকোনো কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। অভিযোগ রয়েছে, দালাল চক্রের সদস্যরা সরকারি অফিসগুলোতে জটিলতার মধ্যে ফেলে ঘুষ হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতে বসেছে।
আসলেই কি দুর্নীতির সুবিধার জন্য জটিলতায় ফেলা হচ্ছে নাগরিকদের? অনলাইন জন্ম নিবন্ধনই কেন প্রয়োজন? আর যদি প্রয়োজনই হয়, তাহলে প্রক্রিয়া সহজ না করেই তা বাধ্যতামূলক করা কতটুকু যৌক্তিক?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে জন্ম নিবন্ধন সংক্রান্ত জনদুর্ভোগ নিয়ে মোহাম্মদ জামিল খানের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মো. শাহনেওয়াজ খান চন্দন।
Comments