তিস্তার ভাঙনে বিলীন পুরো গ্রাম
তিস্তার উদরে হারিয়ে গেল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চিলমারীপাড়া গ্রাম।
তীব্র ভাঙনে গত একমাসে এই গ্রামের ২৫০টি বসতভিটার সবই এখন তিস্তার বুকে। এখন তাদের সঙ্গী কেবল অনিশ্চয়তা, কান্না আর আহাজারি।
দেখুন স্টার নিউজবাইটসে।
Comments