ধামাকা: মিডিয়ার অসারতা নিয়ে চলচ্চিত্র!
নীরজা চলচ্চিত্রের নির্মাতা রাম মাধভানির নতুন চলচ্চিত্র 'ধামাকা' প্রচার করছে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স। মিডিয়া কীভাবে একটি ঘটনাকে জমজমাট বিক্রয়যোগ্য পণ্য বানায় তা নিয়ে এই চলচ্চিত্র। শুটিং শেষ হয়েছিল মাত্র ১০ দিনে।
তবে, কোরিয়ান একটি মুভির গল্প অনুসরণে বানাতে গিয়ে 'ধামাকা' কি পুরোপুরি অনুকরণ হয়ে গেছে? মূল ছবির চেয়ে ভালো কিছু কি দর্শকদের দিতে পারবে এই চলচ্চিত্র, নাকি 'ধামাকা' বাদ দিয়ে কোরিয়ান চলচ্চিত্র 'দ্য টেরর লাইভ' দেখা উচিৎ?
'ধামাকা' নিয়ে স্টার মুভি রিভিউয়ে দেখুন সৈয়দ নাজমুস সাকিবের বিশ্লেষণ।
Comments