নদীর বুকে সবজি বাজার!
নদীয় ঢেউয়ে ভেসে ভেসে নৌকায় চলে কেনাবেচা। পিরোজপুরের বেলুয়া নদীতে ভাসমান এই শাকসবজির হাট বসে প্রতি শনি ও মঙ্গলবার। হাট চলে সকাল থেকে দুপুর পর্যন্ত।
এই অঞ্চলে একসময় যোগাযোগব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল নদী। কৃষকেরা নদী পথেই পণ্য পরিবহন করতেন, পণ্য নিয়ে যেতেন দূর দূরান্তের হাটে। নৌকায় বসে কেনাবেচা করতে করতে বেলুয়া নদীতে এই ভাসমান হাটের সূচনা হয়। স্থানীয়ভাবে এটি পরিচিত 'বৈঠাকাটা ভাসমান হাট' নামে।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে বেলুয়া নদীর ভাসমান হাটের গল্প।
Comments