পুলিশি অ্যাকশন থ্রিলার ‘শান’
বিদেশে আদম পাচারে বাংলাদেশি একটি শক্তিশালী চক্র জড়িত। আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে এই দালাল চক্রের যেমন যোগাযোগ আছে, তেমনি আছে স্থানীয় এজেন্টদেরও।
সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা 'শান'। পাচার চক্রের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি এতে দেখা যাবে সিয়াম ও পূজার রসায়ন।
সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। পরিচালনা করেছেন এম. রহিম।
সিয়াম-পূজা ছাড়াও 'শান'-এ অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।
অভিনয়, চিত্রগ্রহণ, নির্দেশনা, ভিজ্যুয়াল স্টাইল, অ্যাকশন সিকোয়েন্স ও গল্পের গাঁথুনি কেমন?—স্টার মুভি রিভিউ-এ এগুলোর উত্তর খুঁজেছেন সৈয়দ নাজমুস সাকিব।
Comments