প্রকৃতির প্রতিশোধ নিয়ে ‘রাত জাগা ফুল’!
মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা 'রাত জাগা ফুল'। একই সঙ্গে এ ছবিতে অভিনেতা, চিত্রনাট্যকার, সহ-প্রযোজক ও গীতিকার হিসেবে রয়েছেন তিনি।
গ্রামীণ পটভূমির এই ছবিতে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তানভীর, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, জয়রাজ, শর্মিলী আহমেদ, দিলারা জামানসহ অনেকে।
ইমন চৌধুরীর সংগীত পরিচালনায় এই চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন রাহুল আনন্দ, নচিকেতা, শফি মন্ডল, এস আই টুটুল ও হৃদয় খান।
'রাত জাগা ফুল' কি দর্শককে ভিন্ন কিছু দিতে পেরেছে? কেমন ছিল ছবির গানগুলো? ছবিটি কি দর্শক টানতে ব্যর্থ নাকি সফল?
স্টার মুভি রিভিউ-এ 'রাত জাগা ফুল' নিয়ে থাকছে সৈয়দ নাজমুস সাকিবের বিশ্লেষণ।
Comments