বছরের একদিন বসে যে মাংস বাজার
কোরবানি ঈদ এলেই দেখা যায় মাংস সংগ্রহের হিড়িক। তবে, এসব মাংসের পুরোটাই সংগ্রহকারীর ঘরে যায় না। কিছু অংশ যায় একদিনের মাংস বাজারে।
একদিনের বাজারে কেউ কেজি দরে, আবার কেউ বস্তা দরে কোরবানির মাংস বিক্রি করেন। তাও খুবই কম মূল্যে। কারণ, এই বাজারের ক্রেতা-বিক্রেতা সবাই নিম্নবিত্ত। কেউ কিছু টাকার জন্য সংগৃহীত মাংস বিক্রি করেন। আবার অন্যের কাছে হাত পাততে না পারা আরেকজন কম দামে সেই মাংস কেনেন। কম দামের এই মাংসের বাজারে ক্রেতাও বেশি থাকে।
Comments