বদলে যাওয়া আজিজ সুপার মার্কেট

একসময় ঢাকার আজিজ সুপার মার্কেট ছিল চিন্তা, চর্চা ও আড্ডার অন্যতম কেন্দ্রস্থল। সেখানে ‘চিন্তা আর সৃষ্টি’র আড্ডার সংস্কৃতি গড়ে উঠেছিল বইয়ের দোকানগুলোকে কেন্দ্র করে।

একসময় ঢাকার আজিজ সুপার মার্কেট ছিল চিন্তা, চর্চা ও আড্ডার অন্যতম কেন্দ্রস্থল। সেখানে 'চিন্তা আর সৃষ্টি'র আড্ডার সংস্কৃতি গড়ে উঠেছিল বইয়ের দোকানগুলোকে কেন্দ্র করে।

আহমদ ছফার বিখ্যাত আড্ডাস্থল হোক কিংবা কোনো লিটলম্যাগের অফিস অথবা বারান্দা—চায়ের ধোয়ার সঙ্গে চলতো আড্ডা। সেখানে লিটলম্যাগ হতো, বই নিয়ে আলোচনা হতো, সিনেমা নিয়ে আলোচনা হতো, গান তৈরি হতো, সল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনীসহ আরও অনেক কিছু হতো।

বর্তমানে আজিজ মার্কেটের সেই সৃষ্টিশীল মানুষের আড্ডা খুঁজে পাওয়া দুষ্কর। কোনোভাবে টিকে আছে হাতেগোনা কয়েকটি বইয়ের দোকান। এটি মূলত এখন কাপড়ের মার্কেটে পরিণত হয়েছে।

ওয়ার্ল্ড বুক ডে উপলক্ষে আজ থাকছে আজিজ সুপার মার্কেটের বদলে যাওয়ার গল্প। পড়ার দোকান থেকে পরার দোকান হয়ে ওঠার কাহিনী।

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

2h ago