লকডাউনের নবম দিনে বিভিন্ন জেলার চিত্র
লকডাউনের নবম দিনে ঢাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলেও, সড়কগুলো ছিল প্রায় জনশূন্য। তবে, গাজীপুরে দেখা যায় উল্টো চিত্র।
মানিকগঞ্জের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারগুলেোতে সকালে ক্রেতা-বিক্রেতা লক্ষ্য করা যায়। এ ছাড়া, বরিশালে উন্মুক্ত স্থানে করোনা রোগীর বর্জ্য পুড়িয়ে ফেলতে দেখা গেছে।
দেখুন স্টার নিউজবাইটসে
Comments