শুরু হয়েছে ৪ দিনব্যাপী পার্বত্য মেলা
'পার্বত্য মেলা', যেন রাজধানীতে এক টুকরো পাহাড়ী জনপদ। সংস্কৃতি বিনিময়ের এই উৎসবে পাহাড়ের মানুষ নগরবাসীকে তাদের জীবনের আভাস দিতে সমবেত হয়েছেন বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৪ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
এই মেলার উদ্দেশ্য হলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের নানা ধরনের পণ্যের পরিচিতি এবং প্রচার করা। স্টার নিউজবাইটসে থাকছে পার্বত্য মেলার খবর।
Comments