‘সাধারণ মানুষের জীবনের কি কোনো মূল্যই নেই’?
২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় রাসায়নিক দ্রব্যে আগুন লেগে ৭১ জন নিহত হয়েছিলেন।
নারকীয় ঘটনাটির পর ওই এলাকায় রাসায়নিকের গুদাম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ঘনবসতিপূর্ণ এলাকা থেকে গুদামগুলো নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করা হয়। তবে ৩ বছর পেরিয়ে গেলেও গুদাম সেখান থেকে সরেনি। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া আগের মতোই চলছে কারখানাগুলো। ফলে এখানকার কয়েক হাজার মানুষ এখনও রয়ে গেছেন আগুনের ঝুঁকিতে।
আজকের স্টার স্পেশালে থাকছে পরিবেশের জন্য বিপর্যয় সৃষ্টিকারী ব্যাপক ধ্বংসযজ্ঞের উৎস এসব গুদাম ও কারখানা সরিয়ে আধুনিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা আছে এমন জায়গায় স্থানান্তর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ ও ক্ষতিগ্রস্ত পরিবারের বেদনার কথা।
Comments