সিরাজগঞ্জে জমজমাট দই মেলা
ভোর থেকেই শত শত দইয়ের হাঁড়ি নিয়ে বসে আছেন বিক্রেতারা। প্রতিবছর দেশের নানা প্রান্ত থেকে দই ব্যবসায়ীরা দইয়ের ভাণ্ডার নিয়ে হাজির হন, যার নাম হয়তো শোনেননি এর আগে। এখানে পাওয়া যায় খাসা, ক্ষীরখাসা, ক্ষীরসা, বগুড়ার দই, শ্রীপুরী দইসহ নানা রকমের দই।
সরস্বতী পূজা উপলক্ষে সিরাজগঞ্জ সদর এবং তাড়াশে দিনব্যাপী এই দই মেলা বসে। জনশ্রুতি আছে, প্রায় আড়াইশ বছর আগে তাড়াশের জমিদার বনওয়ারী লাল রায় বাহাদুর প্রথম এই মেলার প্রচলন করেন।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী দই মেলার গল্প।
Comments