ঢাকায় কোন অক্ষত বাস নাই!
বাসের ফিটনেস থাকলেও এই বাসগুলো যাত্রী চলাচলের জন্যে অনুপযুক্ত বললেই চলে। সংকীর্ণ বসার জায়গা দেখেই বোঝা যায় আয়তনের তুলনায় বেশি সিট বসানো হয়েছে। ঝাঁকুনি খেলে আপনার মনে হবে বাসগুলোতে শক অ্যাবজরবার বলে কিছুই নেই।
মিনিবাসগুলো যেন বন্ধ খাঁচা, সিটে বসাটাও যেন দুর্ভোগ। জানালাগুলোর অবস্থাও খারাপ। কোনটি টানলেও খোলে না, আবার কোনটি না টানতেই খুলে যায়। বাসের গায়ে দাগগুলো যেন শিল্পকর্ম এবং তা অধিকাংশ যানবাহনেই দেখা যায়। তবে, কেন এই বাসগুলোর এমন অবস্থা তা জানতে আমরা কথা বলেছি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে।
দর্শক পরবর্তী পর্বে আমরা এই বাস দুর্দশা নিয়ে বাস মালিক ও যাত্রীদের প্রতিক্রিয়া শুনবো। সেই পর্যন্ত চোখ রাখুন স্টার লাইভে।
Comments