ঢাকায় নতুন পেশা ‘গাছের ডাক্তার’
অসুখ হলে আপনি ডাক্তারের কাছে যান, কিন্তু আপনার বাগানের গাছের অসুখ হলে কি করেন?
গ্রিন সেভার্স নামের একটি সংগঠন সম্প্রতি ‘গাছের ডাক্তার’ নামে নতুন একটি পেশা চালু করেছে। সাইকেলে করে গাছ পরিচর্যার বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে গাছের পরিচর্যা করেন এই গাছের ডাক্তাররা।
রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের ফটকের সঙ্গে লাগোয়া ছোট একটি নার্সারিতে গ্রিন সেভার্সের কার্যালয়। সব মিলিয়ে ১৩ জন গাছের ডাক্তার আছে তাদের। অফিস, বাসা, বাসার ছাদে করা বাগানের গাছ পরিচর্যা করা, অসুখ সারানো এই ডাক্তারদের কাজ। দূরত্ব, সময় ও সেবার ভিত্তিতে ৩০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে এই সেবার মূল্য। যে কেউ তাদের ফোন করে বা অনলাইনে কল করে পেতে পারেন এই সেবা।
সামাজিক ব্যবসার মডেলে কাজ করা গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহসান রনি বললেন, ‘আমরা মালী বলি না, গাছের ডাক্তার বা বাগান সেবক বলি। কারণ আমরা এই পেশাটিকে জনপ্রিয় করতে চাই।’
তিনি আরও বলেন, ‘মানুষ যাতে আস্থা পায় ও তরুণরা যাতে এই পেশায় আসতে উদ্বুদ্ধ হয় সে জন্যই তাদের ‘গাছের ডাক্তার’ পদবি দেওয়া হয়েছে। মালী ডাকলে সব তরুণ এ পেশায় আসতে চাইবে না। এখন তারা যে সব বাসায় যাচ্ছে, কেউ তাদের অবজ্ঞা করে না’।
এই গাছের ডাক্তারদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সংগঠনের নিজস্ব মডিউলে প্রশিক্ষণ নিতে হয়েছে। পেশাটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে গ্রিন সেভার্স।
Comments