প্রিন্স অব ওয়েলস: ঢাকার ১৬৫ বছর পুরনো বেকারি

ঢাকা শহরের সবচেয়ে পুরনো চলমান ব্যবসা প্রতিষ্ঠান কোনটি?

আপনি হয়তো জেনে অবাক হবেন যে পুরনো ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত খুব সাদামাটা দেখতে একটি বেকারি সম্ভবত এই শহরের সবচেয়ে পুরনো ব্যবসা প্রতিষ্ঠান যা এখনো সচল রয়েছে।

প্রতিষ্ঠানটির বর্তমান মালিক নুরুদ্দিন আহমেদ (৮০) দ্য ডেইলি স্টারকে জানান, একজন ব্রিটিশ নাগরিক এই প্রতিষ্ঠানটির গোড়াপত্তন করেছিলেন।

নুরুদ্দিন বলেন, সেই ব্রিটিশ ভদ্রলোকের নাম ছিলো মি. ওয়েলস, যিনি আজ থেকে ১৬৫ বছর আগে এই বেকারিটি প্রতিষ্ঠিত করেছিলেন। দেশ ভাগের সময় তৎকালীন ব্রিটিশ মালিক তাঁর বাবা বুদ্ধু মিয়ার কাছে বেকারিটি হস্তান্তর করে যান।

Comments

The Daily Star  | English

CEC urges officials to ensure neutrality as polls preparations advance

He reiterates that the commission is advancing steadily with election preparations

1h ago