৩৪৩ ভোটের ব্যবধানে নৌকার রিফাতকে জয়ী ঘোষণা

ফলাফল ঘোষণার পর নৌকার নির্বাচনী অফিসে আরফানুল হক রিফাত এবং স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। ছবি: স্টার

কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

আজ বুধবার অনুষ্ঠিত সিটি নির্বাচনের বেসরকারি ফলাফলে ৫০ হাজার ৩১০ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রাথী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী সিটি করপোরেশনের মোট ১০৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

মেয়র পদে অন্যান্য প্রার্থীর মধ্যে বিএনপির আরেক বহিষ্কৃত নেতা নিজামউদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিফাত স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহারের আস্থাভাজন হিসেবে পরিচিত। 

গত ২ বারের মেয়র সাক্কু বিএনপির সমর্থন পাননি। 

২০১২ সালের প্রথম মেয়র নির্বাচনে সাক্কু আওয়ামী লীগের প্রার্থী আফজালকে ৩০ হাজারের বেশি ভোটে পরাজিত করেছিলেন। আফজলের মেয়ে সীমা ২০১৭ সালে সাক্কুর কাছে প্রায় ১০ হাজার ভোটে পরাজিত হন।

সংসদ সদস্য বাহার ও তার সমর্থকরা ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় যোগ দেননি। ৫ বছর পর বাহারের সমর্থকরা দলীয় প্রার্থী সীমার পক্ষে প্রচারণা থেকে বিরত ছিলেন বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার ছিলেন ২ জন।  

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ১০৫টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

IMF to continue talks with Bangladesh for near-term agreement

The global lender said such an agreement would pave the way for completing the combined third and fourth reviews

59m ago