সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

safar_ali_16jan22.jpg
ছবি: এমরান হোসেন/স্টার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হয়েছে এবং কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো  ছিল। কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের অনেক বেশি সমর্থক দেখা গেলেও হাতি প্রতীকের তেমন কোনো সমর্থক দেখা যায়নি।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদক মোহাম্মদ আল-মাসুম মোল্লা, মাহবুবুর রহমান খান, আসিফুর রহমান ও মামুনুর রশীদ বিভিন্ন কেন্দ্র ঘুরে এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ আল-মাসুম মোল্লা জানান, অধিকাংশ কেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো দেখা গেছে। অনেক ভোটার এসেছেন। কেন্দ্রের বাইরেও বহু মানুষ দেখা যাচ্ছে। তবে এ সময় কেন্দ্রের বাইরে হাতি প্রতীকের তেমন একটা সমর্থক দেখা যায়নি।

বন্দর এলাকায় ভোটকেন্দ্র ঘুরে মাহবুবুর রহমান খান বলেন, 'আমি ৮টি কেন্দ্র ঘুরেছি। সব জায়গায় ভোটার উপস্থিতি ভালো ছিল। তেমন কোনো সমস্যা চোখে পড়েনি।'

সিদ্ধিরগঞ্জ এলাকার প্রায় ২০টি কেন্দ্র ঘুরে আসিফুর রহমান ও মামুনুর রশীদও একই তথ্য জানান। তারা বলেন, এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা চোখে পড়েনি। কয়েকটি কেন্দ্রে ছোটখাটো কিছু সমস্যা দেখা দিলেও তা সঙ্গে সঙ্গে সমাধান করা হয়েছে।

আসিফুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জ এলাকার জালকুঁড়ি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর দেড়টার মধ্যেই প্রায় ৫০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

মামুনুর রশীদ জানান, সিদ্ধিরগঞ্জ এলাকায় ৮ থেকে ১০টি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি অনেক। এসব কেন্দ্রে ৩০ থেকে ৩৫ শতাংশ করে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রের বাইরে লোকজন অনেক বেশি। তবে হাতি প্রতীকের তেমন একটা সমর্থক কেন্দ্রের বাইরে চোখে পড়েনি।

Comments