করোনায় বোমাং রাজকন্যার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বান্দরবানের বোমাং রাজকন্যা সিং ওয়াই প্রু মারা গেছেন। আজ সোমবার দুপুরে তার স্বামী হ্লা চিং মং দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
সিং ওয়াই ছিলেন বান্দরবানের বোমাং সার্কেলের ১৭তম রাজা বোমাং গ্রী উ চ প্রুর কন্যা।
হ্লা চিং মং জানান, 'গত ৩০ জানুয়ারি সিং ওয়াইের করোনায় আক্রান্তের বিষয়টি জানা যায়। এরপর তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১ সপ্তাহ ধরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়।'
'গতকাল তাকে বান্দরবানে আমাদের বাসভবনে নিয়ে আসি। রাত সোয়া ১১টায় তার মৃত্যু হয়,' বলেন তিনি।
Comments