চট্টগ্রামে ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত কমে ১১.৬৮ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে শনাক্তের হার কমে ১১ দশমিক ৬৮ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ।
Corona.jpg
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে শনাক্তের হার কমে ১১ দশমিক ৬৮ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬৯ শতাংশ। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় শনাক্ত ৫২ জনের মধ্যে ৪৪ জনই মহানগর এলাকার বাসিন্দা। বাকি ৮ জনের বাড়ি বিভিন্ন উপজেলায়। এ নিয়ে মহানগর এলাকায় ৯২ হাজার ৬৫০ ও উপজেলায় ৩৪ হাজার ৬০৮ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২৫৮ জনে দাঁড়িয়েছে।

নতুন করে একজনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বেড়ে মোট ১ হাজার ৩৬৩ জনে দাঁড়াল। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মহানগর এলাকায় ৭৩৪ ও উপজেলায় ৬২৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় লোহাগাড়া উপজেলায় একজন, সাতকানিয়ায় একজন, পটিয়ায় একজন, বোয়ালখালীতে ২ জন, রাউজানে একজন, ফটিকছড়িতে একজন ও সীতাকুণ্ডে একজনের করোনা শনাক্ত হয়েছে।

Comments