বাড়ছে সংক্রমণ, ২ সপ্তাহে দ্বিগুণের বেশি রোগী ঢামেকে

করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিন জন, শনাক্ত হার ছাড়িয়েছে ১৫ শতাংশ। এরই মধ্যে বিশেষজ্ঞরা বলেছেন, করোনার চতুর্থ ঢেউয়ে প্রবেশ করেছে বাংলাদেশ।
প্রতীকী ছবি

করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিন জন, শনাক্ত হার ছাড়িয়েছে ১৫ শতাংশ। এরই মধ্যে বিশেষজ্ঞরা বলেছেন, করোনার চতুর্থ ঢেউয়ে প্রবেশ করেছে বাংলাদেশ।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ১ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও বেড়েছে রোগীর সংখ্যা। পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এর ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম জানান, বর্তমানে ৩০ জন করোনা রোগী ভর্তি আছে ঢামেকে। তাদের মধ্যে ৪ জন আইসিইউতে।

তিনি বলেন, '২ সপ্তাহ আগেও রোগীর সংখ্যা ১০ এর নিচে ছিল। গত ২ সপ্তাহ ধরে রোগী বাড়ছে। বর্তমানে ৩০ জন করোনা রোগী ভর্তি আছেন। প্রতিদিন নমুনা সংগ্রহ, পরীক্ষাও বাড়ছে।'

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে রোগীদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি আছে বলেও জানান তিনি।

ডা. মো. আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের ১০০ শয্যা প্রস্তুত আছে। যদি রোগী বাড়ে তাহলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শয্যা বাড়ানো হবে। দেশে করোনা পরিস্থিতি যখন খারাপ ছিল তখন ঢামেকে প্রায় ৯০০ করোনা রোগী ভর্তি ছিলেন।'

ঢামেকের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুলতানা শাহানা বানু দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত বৃহস্পতিবার ৮১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর কেবল ১ দিন কেউ শনাক্ত হয়নি। গত সপ্তাহ থেকে পরীক্ষা ও শনাক্ত দুটোই বাড়ছে। করোনার চর্তুথ ঢেউ শুরু হয়েছে বলে ধারণা করছি।'

এখনো যারা করোনার টিকা নেননি তাদের অতি দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

গত ২ সপ্তাহ ধরে প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ১৫ থেকে ২১ জুন শনাক্তের হার ছিল ১১ দশমিক ৮৫ শতাংশ। তবে আজ পৌঁছেছে ১৫ দশমিক শূন্য ৩ শতাংশে। মারা গেছেন তিন জন। করোনায় গত ৩ মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু। এর আগে সর্বশেষ গত ২০ মার্চ করোনায় ৩ জন মারা গিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

US Visa Policy: Some officials in admin, police ill at ease

A section of officials in the administration and police have a feeling of unease over the US visa curbs, but they would not publicly admit it.

5h ago