বয়স ৩০ হলেই টিকা পাবেন
৩০ বছর বা তার বেশি বয়সীরা আজ থেকে করোনা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন। এর আগে, টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ছিল ৩৫ বছর।
আজ সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আইসিটি বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জাতীয় ভ্যাকসিন কমিটির নির্দেশে আজই টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স কমিয়ে দেওয়া হয়েছে।’
সর্বনিম্ন বয়স ৩৫ থেকে ৩০ করা হলেও, সরকার এ বিষয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।
তবে, টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনে ঢুকে দেখা গেছে যে ৩০ বছর বা তার চেয়ে বেশি বয়সীরা করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন।
Comments