মৃত্যুহীন দিনে শনাক্ত ০.৫৮ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।

দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে করোনা ডেডিকেটেড মোট ৪ হাজার ৬২০টি শয্যার মধ্যে ৪ হাজার ৫৯৭টি খালি রয়েছে। অর্থাৎ, ২৩ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭ জন রোগীদের মধ্যে ঢাকায় ১৪ জন এবং গাজীপুর, কক্সবাজার ও সিলেটে একজন করে রয়েছেন।

এ ছাড়াও, করোনা রোগীদের জন্য সর্বমোট আইসিইউ শয্যা রয়েছে ৭২০টি, যার মধ্যে খালি আছে ৭১৩টি।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬৩ শতাংশ। করোনা শনাক্ত হয়েছিল ৩০ জনের।

এর আগে সবশেষ গত ১৮ এপ্রিল করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ১৯ জন, খুলনায় একজন, বরিশালে ২০ জন, সিলেটে ১৯৭ জন এবং ময়মনসিংহে একজন সুস্থ হয়েছেন। রংপুর ও রাজশাহীতে নতুন করে কেউ সুস্থ হননি। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৫ হাজার ৪০৪ জন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago