করোনাভাইরাস

মৃত্যু ২১২, আজ আবার রেকর্ড

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত বুধবার করোনায় ২০১ জন মারা গিয়েছিল। গতকাল মারা গিয়েছিল ১৯৯ জন।
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত বুধবার করোনায় ২০১ জন মারা গিয়েছিল। গতকাল মারা গিয়েছিল ১৯৯ জন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ১৬ হাজার ছাড়ালো। আজকের ২১২ জন মৃত্যুসহ এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার চার জন মারা গেছেন।

একই সময়ে দেশে ১১ হাজার ৩২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত দশ লাখ ছাড়িয়েছে। আজকের শনাক্তসহ দেশে এ পর্যন্ত  দশ লাখ ৫৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৬ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ৩২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৯৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ১১-২০ জনের মধ্যে, সাত জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১৭ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ৪০ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৫৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৯০ জন।

গত একদিনে সর্বোচ্চ ৭৯ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে এদিন সবচেয়ে কম পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনের মধ্যে ১৬০ জন সরকারি হাসপাতালে মারা গেছেন। বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৩৬ জন ও ১৬ জন বাসায় মারা গেছেন।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ চার হাজার ৩১৩ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৮৫৯ জন, খুলনা বিভাগে এক হাজার ৬৫৬ জন, রাজশাহী বিভাগে এক হাজার ২৪৬ জন, রংপুর বিভাগে ৮৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪২৮ জন, বরিশাল বিভাগে ৫৪৭ জন ও সিলেট বিভাগে ৪৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৮ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ ৬২ হাজার ৩৮৪ জন।

Comments

The Daily Star  | English

Deeper crisis feared as 219 factories shut

With 219 garment factories shut amid worker unrest along the industrial belts yesterday, Bangladesh’s apparel sector is feared to get into a deeper crisis if production does not resume on Saturday after the weekend.  

2h ago