রামেক করোনা ইউনিটে আজ ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭.৬৯ শতাংশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।

আজ শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কমে ৭ দশমিক ৬৯ শতাংশে দাঁড়িয়েছে।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনকে ভর্তি নেওয়া হয়েছে। এর মধ্যে শিশু বিভাগে ভর্তি হয়েছে ৯ জন ও ১৭ জনকে মেডিসিন বিভাগে ভর্তি নেওয়া হয়েছে। ২ বিভাগে বর্তমানে মোট ৬২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন।

Comments