চলতি বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গুতে এটাই প্রথম মৃত্যু।
ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গুতে এটাই প্রথম মৃত্যু।

অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ বছর বয়সী কিশোর আয়ুল খান মারা গেছে। সে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর মোট ৮০৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১১০ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের গত ২৩ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে করা এক সমীক্ষায় দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩টি ওয়ার্ড ডেঙ্গু প্রাদুর্ভাবের 'উচ্চ ঝুঁকিতে' ও ১০টি ওয়ার্ড 'মাঝারি ঝুঁকিতে' আছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৯টি ওয়ার্ড 'মাঝারি ঝুঁকিতে' আছে।

Comments