ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭ রোগী

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে আরও ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
Dengue
প্রতীকী ছবি। স্টার অনলাইন রিপোর্ট

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে আরও ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

এ বছর মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৯৩ জনে দাঁড়ালো। এর মধ্যে ১২৮ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ৪ জন রাজধানীর বাইরের বাসিন্দা। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন ৪ জন। মারা গেছেন একজন।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

Comments

The Daily Star  | English

An economic corridor that quietly fuels growth

At the turn of the millennium, travelling by road between Sylhet and Dhaka felt akin to a trek across rugged terrain. One would have to awkwardly traverse bumps along narrow and winding paths for upwards of 10 hours to make the trip either way.

13h ago