২৪ ঘণ্টায় আরও ৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে

বর্ষা শুরু হওয়ার পর দেশে ডেঙ্গু রোগী ক্রমাগতভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩০ জনই ঢাকা শহরে।
ডেঙ্গু
স্টার ফাইল ছবি

বর্ষা শুরু হওয়ার পর দেশে ডেঙ্গু রোগী ক্রমাগতভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩০ জনই ঢাকা শহরে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে আজ রোববার এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩২ জন মিলিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৯৫২ হয়েছে। এর আগের দিন ৩৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ১১৮ জনের চিকিৎসা চলছে। এদের মধ্যে নয় জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৮৩৩ জন। মারা গেছেন ১ জন।

জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশা বংশবিস্তার করায় বছরের এই সময়টায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন এই বছর ডেঙ্গুর প্রকোপ গত কয়েক বছরের চেয়ে বেশি হতে পারে। এর জন্য, ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনের জন্য সিটি করপোরেশনগুলোকে কঠোর ব্যবস্থা নিতে বলছেন তারা।

Comments