শনাক্ত ৪.৪১ শতাংশ, মৃত্যু আরও ২১

Coronavirus.jpg
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৪১৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষা করে ৯৮০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ।
গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ২৫ জন মারা গিয়েছিল এবং শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৯ শতাংশ।
আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ১৪ জন নারী।
একই সময়ে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে করোনায় মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর ও বরিশাল বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।
২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ১৩১২ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৩ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

Comments

The Daily Star  | English

Kuet withdraws expulsion of 37 Students, reopens halls

Academic classes are scheduled to resume on May 4

14m ago