শিক্ষার্থী হিসেবে প্রমাণ থাকলেই টিকা পাবে: শিক্ষামন্ত্রী

সংবাদ সম্মেলনে বলছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে জন্মনিবন্ধন সনদ এখন কোনো সমস্যা নয় এবং শিক্ষার্থী হিসেবে প্রমাণ নিয়ে গেলেই টিকা নিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, 'জন্ম সনদ নিয়ে নানান সমস্যা ছিল। এখন সেই সমস্যা আমরা কাটিয়ে উঠতে পেরেছি আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায়। এখন স্বাস্থ্য অধিদপ্তরও বেশি কিছু চাইছে না। শিক্ষার্থীদের জন্য পুরো প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'এখন সে যে শিক্ষার্থী সেই প্রমাণটুকু নিয়ে গেলেই টিকা পাবে।'

শিক্ষার্থীর প্রমাণ হিসেবে স্কুলের আইডি কার্ড থাকলেও চলবে। এ ছাড়া, স্কুল থেকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গেলেও চলবে।

ইংরেজি মাধ্যমের যে শিক্ষার্থীরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি না হয়ে প্রাইভেট পরীক্ষা দেন তাদের বিষয়ে মন্ত্রী বলেন, 'এই সংখ্যা তো অনেক কম। তাদের ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। তারা ও-লেভেল বা এ-লেভেলের পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন করেছে সেটা নিয়ে আসলেও হবে।'

যারা সদ্য বোর্ড পরীক্ষা শেষ করে কোথাও ভর্তি হয়নি, বিশেষ করে এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীরা, তাদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'এমন শিক্ষার্থীরা যদি অ্যাডমিট কার্ড নিয়ে যান তাহলেই হবে।'

এর আগে তিনি বলেন, '১২ থেকে ১৮ বছর বয়সী মোট শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২। প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৪ লাখ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জনকে। প্রথম ডোজ দেওয়া বাকি আছে ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জনকে।'

'আমরা আশা করছি ৩৯৭টি উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে টিকাদান আমরা শেষ করতে পারব। আর ৩টি উপজেলায় ১৭ জানুয়ারি, ৫৬টি উপজেলায় ২০ জানুয়ারি, ১৫টি উপজেলায় ২২ জানুয়ারির মধ্যে, ৩৫টি উপজেলায় ২৫ জানুয়ারির মধ্যে এবং সব শেষ ১১টি উপজেলায় ৩১ জানুয়ারির মধ্যে টিকা দেওয়া শেষ করতে পারব,' বলে যোগ করেন শিক্ষামন্ত্রী।

Comments

The Daily Star  | English

IMF sets new loan conditions

Bangladesh must clear dues, hit steep revenue, reserve targets for next tranche

8h ago