সাতক্ষীরায় করোনায় আরও ৮ জনের মৃত্যু
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে আট জন মারা গেছেন। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে জেলায় ৪০৪ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে। এক দিনের ব্যবধানে শনাক্তের হার ১৬ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ২৯ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ।
জয়ন্ত সরকার আরও বলেন, জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করে চার হাজার ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৯৬৫ জন।
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। বিশেষ করে উপসর্গ নিয়ে প্রতিদিন মানুষ মারা যাচ্ছেন। মানুষ সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে না চললে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে।
Comments