২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৩.২২ শতাংশ

করোনা
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫৩ জন।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় ৮ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৫ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ৭১৬টি নমুনা পরীক্ষায় ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী।

তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩ জন, বরিশাল ও রংপুর বিভাগের ২ জন করে এবং রাজশাহী বিভাগের ১ জন।
 

Comments

The Daily Star  | English

Neonatal mortality still high at 20 per 1,000 births

A recent study has raised concerns about their current condition, revealing operational issues that could threaten future progress.

13h ago