৩ বিমানবন্দরে বসছে আরটি-পিসিআর মেশিন

বিদেশগামীদের জন্য উড্ডয়নের আগে চার থেকে ছয় ঘণ্টার মধ্যে করোনার ফল প্রদানের জন্য সরকার পরীক্ষা সুবিধা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
কয়েকটি দেশের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছ বলে জানান তিনি।
আজ সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততম সময়ে দেশের তিনটি বিমানবন্দরে আরটি-পিসিআর বুথ স্থাপনের নির্দেশ দিয়েছেন।'
এ ছাড়াও, প্রধানমন্ত্রী বন্যা মোকাবিলায় দুর্যোগ ও কৃষি মন্ত্রণালয়কে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
Comments