দু’এক দিনের মধ্যে ভোজ্য তেলের দাম কমবে: বাণিজ্য সচিব

আন্তর্জাতিক বাজারে দাম কমায় আগামী দু'এক দিনের মধ্যে দেশের বাজারে ভোজ্য তেলের দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দু'এক দিনের মধ্যেই স্থানীয় বাজারে ভোজ্য তেলের দাম কমবে। পরিবর্তিত দাম সমন্বয়ে আমরা কাজ করছি।

তবে দাম কতটা কমতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তপন কান্তি ঘোষ।

সম্প্রতি জেনেভায় হয়ে যাওয়ার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও) আয়োজিত ১২তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। 

তপন কান্তি ঘোষ আরও বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পরেও পূর্বের বাণিজ্য সুবিধার মেয়াদ বাড়ানোর একটি সুযোগ এসেছে বাংলাদেশের জন্য। ডব্লিউটিও সদস্যরা বাংলাদেশকে এই সুবিধা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। যদিও পরবর্তীতে আলাপ-আলোচনার প্রয়োজন হবে।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago