রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে গম-সয়াবিনের দাম বেড়েছে: বাণিজ্য সচিব

ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। ছবি: সংগৃহীত

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে গম ও সয়াবিনের দাম বেড়েছে। বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার থেকে সব ধরেন পণ্য  আমদানি বন্ধ আছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন।

সচিব তপন কান্তি ঘোষ বলেন, 'ওই ২টি দেশের সংকট কবে কাটবে তা আমাদের জানা নেই। ওই ২ দেশ থেকে আমদানি যতদিন বন্ধ থাকবে ততদিন পণ্যের দাম কমার সম্ভাবনা নেই। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।'

তিনি আরও বলেন, 'আমাদের গম ও সূর্যমুখী তেল আমদানির ক্ষেত্রে রাশিয়া কিংবা ইউক্রেনের ওপর নির্ভর করতে হয়। ওই ২টি দেশের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের বাজারে তেল, গম ও সারের ওপর প্রভাব পড়তে থাকবে। এজন্য এখন থেকেই সকলের মিতব্যয়ী ও বিকল্প পণ্যের দিকে এগোতে হবে।'

সচিব বলেন, 'ইন্দোনেশিয়ার পামওয়েল তেল রপ্তানি শুরু করবে আগামী সোমবার থেকে। ওই তেল পেলে তেলের দাম কিছুটা কমবে। তবে, এজন্য আমাদের আরও ১৫দিন অপেক্ষা করতে হবে।'

'তবে দেশে সরিষা, তিল, তিসি চাষের ওপর আমরা জোর দিচ্ছি। আগামীতে এ শস্যের উৎপাদনের ওপর জোর দিতে হবে। তবে পাশাপাশি এটাও মনে রাখতে হবে আমাদের কৃষি জমির পরিমাণ সীমাবদ্ধ।'

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, 'আমাদের পারস্পরিক দোষারোপ না করে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবেই আমাদের পক্ষে আসন্ন এ সংকট কাটিয়ে ওঠা সহজ হবে।'

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

3h ago