দুই ইতিহাস গড়ে নিজেকে 'রেকর্ডম্যান' তকমা দিলেন আনচেলত্তি

ছবি: টুইটার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের রেকর্ড ১৪তম শিরোপা জয়ের মধ্য দিয়ে দুই ইতিহাসে নাম লেখালেন কার্লো আনচেলত্তি। স্প্যানিশ লা লিগার পরাশক্তিদের কোচ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজেকে দিলেন 'রেকর্ডম্যান' তকমা।

শনিবার রাতে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। ১৯৯৭-৯৮ মৌসুম থেকে এই নিয়ে আটবার এই প্রতিযোগিতার ফাইনালে উঠে সবকটিতে জিতল তারা। প্যারিসের স্তাদে দে ফ্রান্সে ম্যাচের ৫৯তম মিনিটে লস ব্লাঙ্কোসদের জয়সূচক গোলটি আসে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে। নয়টি সেভ করে জাল অক্ষত রেখে ফাইনালে রিয়ালের সেরা পারফর্মার অবশ্য গোলরক্ষক থিবো কোর্তোয়া।

ইতিহাসের প্রথম কোচ হিসেবে চারবার চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিলেন আনচেলত্তি। তার অধীনে ২০০২-০৩ ও ২০০৬-০৭ মৌসুমে স্বদেশি ক্লাব এসি মিলান এবং ২০১৩-১৪ ও সদ্যসমাপ্ত ২০২১-২২ মৌসুমে রিয়াল জিতল সেরার মুকুট। ফলে একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ জেতার অনন্য কীর্তিও গড়লেন এই ইতালিয়ান।

জমজমাট ফাইনালের পর ব্রিটিশ গণমাধ্যম বিটি স্পোর্টসকে আনচেলত্তি জানিয়েছেন, শিরোপা ঘরে তোলা অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে, 'আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি হলাম রেকর্ডম্যান।'

যোগ্য দল হিসেবে রিয়াল চ্যাম্পিয়ন হয়েছে বলে মত ৬২ বছর বয়সী এই কোচের, 'এটা খুব কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা অনেক ভুগেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে এবং সবগুলো ম্যাচে আমরা যেভাবে খেলেছি, আমি মনে করি, যোগ্য দল হিসেবে আমরা এই প্রতিযোগিতা জিতেছি।'

শিষ্যদের প্রশংসায় খেলোয়াড় হিসেবে মিলানের জার্সিতে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা আনচেলত্তি বলেছেন, 'আমরা সত্যিই খুশি। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। যখন আমি এখানে (রিয়ালে) এসেছিলাম, আমি বরাবরের মতো একটি চমৎকার স্কোয়াড পেয়েছি। তাদের প্রচুর দক্ষতা রয়েছে এবং তারা মানসিকভাবে অনেক শক্তিশালী।'

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

30m ago